একমাত্র টেস্টে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
শক্তি, সামর্থ্য কিংবা পরিসংখ্যান সবদিক দিয়েই আয়ারল্যান্ড থেকে ঢের এগিয়ে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে যার প্রমাণ দিয়েছে বাংলাদেশ। এবার টেস্টেও সেই ধারাবাহিকতা বজায় রাখার পালা। সেই লক্ষ্যে একমাত্র টেস্টে মাঠে নেমেছে সাকিবের দল।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। এই ম্যাচে আয়ারল্যান্ডের সাতজন ক্রিকেটারের অভিষেক হয়েছে।
গতকাল সোমবার (৩ এপ্রিল) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানান, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। অন্যদিকে আইরিশরাও নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে বাংলাদেশকে হারাতে মরিয়া।
বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ চোটের কারণে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলামও ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ : মারে কামিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবার্নি, হ্যারি টেক্টর, পিজে মুর, কার্টিস ক্যাম্ফার, লোরকান ট্রাকার, মার্ক অ্যাডাইর, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।