একাদশে ডি মারিয়া, আক্রমণাত্মক ফরমেশনে দুদল
উত্তেজনার পারদ এবার তুঙ্গে। তৃতীয় শিরোপার খোঁজে মাঠে নামছে আর্জেন্টিনা-ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে প্রথম বিশ্বকাপেই শিরোপা ছোঁয়ার স্বাদ পেলেও লিওনেল মেসি পাননি এখনও। পাঁচ বিশ্বকাপ খেলে অপেক্ষায় এবার লিওনেল মেসি। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত লুসাইল আইকনিক স্টেডিয়াম।
আজ রোববার রাত ৯টায় শুরু হবে ফাইনালের ম্যাচ। দুটি দলই ৪-৩-৩ ফরম্যাট নিয়ে একাদশ সাজিয়েছে। আর্জেন্টিনার শুরুর একাদশে ফিরেছেন ডি মারিয়া। দুদলের ফরমেশনে বুঝা যাচ্ছে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল দেখা মেগা ফাইনালে।
দেখে নেওয়া যাক মাঠ রাঙাতে দুদল প্রথম যে একাদশ নিয়ে নামবেন—
আর্জেন্টিনার শুরুর একাদশ :
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেস।
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনিয়া।
মিডফিল্ডার : রদ্রিগো ডি পল, এনসো ফের্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।
স্ট্রাইকার: অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেস, লিওনেল মেসি (অধিনায়ক)।
ফ্রান্সের শুরুর একাদশ :
গোলরক্ষক : হুগো লরিস (অধিনায়ক)
ডিফেন্ডার : জুলস কুন্ডে, রাফায়েল ভারানে, ডাওট উপমেকানো, থিও হার্নান্দেজ।
মিডফিল্ডার : আন্তোইন গ্রিজম্যান, অরেলিয়ান চুয়ামেনি, অ্যাড্রিয়েন রাবিওট।
স্ট্রাইকার : উসমানে দেম্বেলে, অলিভিয়ের জিরুড, কিলিয়ান এমবাপ্পে।