একাদশে দুই পরিবর্তন, ফিরেছেন তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। এর মধ্যে একটি পরিবর্তন এনেছে চোটের কারণে, আরেকটি এসেছে কৌশলগত কারণে।
চোটের কারণে একাদশ থেকে ছিটকে গেছেন তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। তাঁর বদলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এ ছাড়া পেস বিভাগে শক্তি বাড়াতে তাসকিন আহমেদকে ফিরিয়েছে বাংলাদেশ। যার জন্য কপাল পুড়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের।
সব মিলিয়ে প্রথম ম্যাচে তিন স্পিনার নিয়ে খেলা বাংলাদেশ আজ খেলছে তিন পেসার নিয়ে। অন্যদিকে নিজেদের একাদশে এক পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ।
ডেভন টমাসের চোটের কারণে পেস বোলিং অলরাউন্ডার কিমো পলকে সুযোগ। দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ডোমিনিকায় ম্যাচটিতে এরই মধ্যে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ক্যারিবীয়রা।
গতকাল বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়। আশার ব্যাপার হলো, আজ বৃষ্টি নেই। তাই যথা সময়ে শুরু বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টির লড়াই।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ দল: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, কিমো পল, হেইডেন ওয়ালশ জুনিয়র।