একাদশে নেই এনামুল
সব ব্যর্থতা ভুলে ওয়ানডেতে নতুন করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে পেতে চায় সাফল্য। সে লক্ষ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াইয়ে নামে দুই দল। গায়ানায় এই ম্যাচে টস জিতে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ।
গত কয়েক বছরে এ ফরম্যাটে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে লাল-সবুজের দল। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে ব্যর্থতার পর এবার নিজেদের প্রিয় ফরম্যাটে খেলতে নেমেছেন তামিম-মাহমুদউল্লাহরা।
ম্যাচের প্রথম একাদশে সুযোগ পাননি এনামুল হক। টি-টোয়েন্টির ব্যর্থতার কারণে তাঁকে সুযোগ দেওয়া হয়নি আপাতত।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।