একাদশে ফিরেছেন মুশফিক-লিটন, বাদ সৌম্য
পারিবারিক কারণে আগের সিরিজে দুজনেই ছুটিতে ছিলেন না। ছুটি কাটিয়ে দলে ফিরেছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে এবার একাদশেও ফিরলেন দুজন। মুশফিক-লিটনের ফেরায় বাদ পড়েছেন সৌম্য সরকার।
এছাড়াও বাংলাদেশের একাদশে নেই সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
নিউজিল্যান্ড দলে অনুমিতভাবেই অভিষেক হয়েছে দুইজনের। তাঁরা হলেন কোল ম্যাকনকি ও রাচিন রবীন্দ্র। শুধু টি-টোয়েন্টিতেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হচ্ছে এই দুই স্পিনিং অলরাউন্ডারের।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ একাদশ : মাহমুদউল্লাহ ( অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার।