এক টেস্ট খেলেই দারুণ উন্নতি তাইজুলের
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে দারুণ সাফল্য পেলেও টেস্টে চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দুই টেস্টেই বাজেভাবে হেরেছেন মুমিনুল-মুশফিকরা। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ চরম বিধ্বস্ত হলেও স্পিনার তাইজুল ইসলাম বেশ আলো ছড়িয়েছেন। তাই টেস্ট র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে তারা।
আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তাইজুল। তিনি আছেন ২২তম স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৬৩৬। শুধু তাই নয়, বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে আছেন তিনি।
সদ্য সমাপ্ত সিরিজে একটি টেস্ট খেলেছেন তাইজুল। শেষ টেস্টে দারুণ উজ্জ্বলতা ছড়ান তিনি। দুই ইনিংস মিলে নিয়েছেন নয় উইকেট।
ম্যাচের প্রথম ইনিংসে ১৩৫ রান খরচায় ছয় উইকেট নেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে ৬৭ দিয়ে পান তিন উইকেট।
তাইজুলের উন্নতি হলেও সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেনের অবনতি হয়েছে।
সাকিব ওয়েনডে সিরিজ খেলে দেশে ফিরে আসেন। টেস্ট সিরিজে খেলেননি। এক ধাপ পিছেয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের অবস্থান ৩০তম। তাঁর রেটিং পয়েন্ট ৫৬২।
মিরাজ দুই ইনিংসে তিন উইকেট নিয়ে দুই ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে রয়েছেন। দুই ধাপ পিছিয়ে রাহি ৭৩তম এবং ছয় ধাপ পিছেয়ে ইবাদত হোসেন ৮৫তম স্থানে রয়েছেন।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলীয় বোলার প্যাট কামিন্স। তাঁর রেটিং পয়েন্ট ৯০১। ৮৫০ রেটিং পেয়ন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
এদিকে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান আছেন চতুর্থ স্থানে। আর টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশি তারকা।