এক পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। দলে এক পরিবর্তন আনা হয়। পেসার তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে।
ফর্মের কারণে নয়, কন্ডিশনের কারণে তাসকিনকে বাদ দিয়ে অলরাউন্ডার সৈকতকে নেওয়া হয়। সৈকত সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। গত বছরের জুলাইতে ম্যাচটি খেলেন তিনি।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ দলেও দুটি পরিবর্তন আনা হয়। জেইডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপকে বাদ দেওয়া হয়। দলে নেওয়া আলজারি জোসেফ ও কিমো পলকে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, রোভম্যান পাওয়েল, শামার ব্রুকস, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, রোমারিও শেফার্ড, কিমো পল, গুড়াকেশ মোটি, আলজারি জোসেফ ও আকিল হোসেন।