এক বছরের স্থগিত কারাদণ্ড পেলেন বেনজেমা
‘সেক্সটেপ অ্যাফেয়ার’ কাণ্ডে অবশেষে দোষী সাব্যস্ত হলেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। বেনজেমাকে এক বছরের স্থগিত কারাদণ্ডের পাশাপাশি ৭৫ হাজার ইউরো জরিমানা করেন আদালত।
রয়টার্সের খবরে জানা যায়, পাঁচ বছর আগে ফ্রান্স দলের সতীর্থ ম্যাথিও বালবুয়েনা ব্ল্যাকমেইল করা নিয়ে করিম বেনজেমার বিরুদ্ধে অভিযোগ করেন। বেনজেমা এই অভিযোগ উড়িয়ে দেন। তিনি নিজের সতীর্থকে সাহায্য করার জন্য সতর্ক করেছিলেন বলেও জানান।
রিয়ালের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকা বেনজেমা এদিন কোর্টে উপস্থিত না থাকলেও বালবুয়েনা উপস্থিত ছিলেন। আদালত বেনজেমাকে দোষী সাব্যস্ত করেন।
এই ঘটনার পর থেকে এবারের ইউরোর আগ পর্যন্ত ফ্রান্স দলে সুযোগ পাননি রিয়াল স্ট্রাইকার। তবে দিদিয়ের দেশঁ ইউরোতে তাঁকে ফরাসি দলে ডাকেন।
উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন বেনজেমার আইনজীবীদের একজন সিলভাইন করমিয়ার। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি এই রায়ে বিস্মিত হয়েছি। আমরা উচ্চ আদালতে আপিল করব।’
ঘটনার জেরে বেনজেমার ফুটবল ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। বেনজেমার বিরুদ্ধে মামলা হয়েছিল ২০১৫ সালে। ফ্রান্স দলের সাবেক সতীর্থ ম্যাথু ভালবুয়েনা বলেছিলেন, তাঁকে সেক্স টেপের ভয় দেখিয়ে প্রতারণা করছেন বেনজেমা। সেই অভিযোগের জেরে প্রায় সাড়ে পাঁচ বছর ফ্রান্স দলের বাইরে থাকতে হয়েছিল বেনজেমাকে।