এখনও হোটেলে বসে কাঁদছেন ব্রাজিলের রিচার্লিসন
‘কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভু আশীবিষে দংশেনি যারে?’ কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে মুষড়ে পড়েছে দলটি। হারের যন্ত্রণা বিষাক্ত সাপের ফনা হয়ে হৃদপিণ্ডের কোঠরে আঘাত করছে বারবার। তাই এই দলের খেলোয়াড় এবং ভক্তরা বুঝতে পারছেন কষ্টের তীব্রতা।
দলের হারের পরে কাতার ছেড়েছে ব্রাজিল। তবে নিজ শহরে গিয়েও আপনজনের কাছে ফেরেননি স্ট্রাইকার রিচার্লিসন। হোটেলে বসে অঝোরে কান্না করছেন তিনি। এতটাই ভেঙে পড়েছেন যে দলের সঙ্গে হোটেল থেকে বাসে পর্যন্ত উঠতে পারেননি। ভক্তদের সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করেছেন। সবখানেই গিয়ে কান্না করছেন এই স্ট্রাইকার।
এদিকে এমন শোচনীয় হারের কারণে দলের হয়ে ক্ষমাও চেয়েছেন রিচার্লিসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি এখন যা লিখছি, সেটি আমার কাছে খুব কঠিন কাজ। আমি ওই রাতের ঘটনা ভুলতে পারছি না, এখনও ঘুমাতে পারছি না। যে ক্ষত তৈরি হলো, তা চিরকাল থাকবে। আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। সেটি পূরণ না হওয়ায় আমি ক্ষমা চাচ্ছি।’
গত ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। পরে টাইব্রেকারের প্রথম শটটি মিস করেছিলেন ব্রাজিল স্ট্রাইকার রদ্রিগো। এছাড়াও শট মিস করেছিলেন ডিফেন্ডার মার্কুইনহোস। তাতে ৪-২ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল।