এখন আর সংখ্যা নিয়ে চিন্তিত নন লিটন
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৮৮ রান করার পর, ঢাকায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৪১ রান করেন লিটন দাস। তাই প্রশংসায় ভাসছেন এই বাংলাদেশি তারকা। ভিন্ন পন্থা অবলম্বন করেই নাকি এই সাফল্য পাচ্ছেন তিনি। শুধু তাই নয়, ২০২১ সাল থেকে ১৩ টেস্টে ৫২.৩৮ গড়ে ১১০০ রান করেছেন তিনি।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দুর্দান্ত ইনিংসটি তখন খেলেছেন, যখন বাংলাদেশ ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুকছিল। মুশফিকুর রহিম অপরাজিত ১৭৫ করে দলকে ৩৬৫ রান গড়ে দিনে মূল্যবান অবদান রাখেন।
ঝলমলে ইনংসটি খেললেও লিটনের আপাতত কৌশল হলো সংখ্যার দিকে না তাকানো। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি বলেন, ‘আমি যখন আমার পরিসংখ্যান দেখি, তখন আমি ব্যাকফুটে চলে যাই। সামনে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ হয়ে পড়ে। আমি অনুশীলনের পদ্ধতি পরিবর্তন করেছি। আমি মনে করি এটি না বলাই ভালো। এটা আমার মনের মধ্যেই থাকুক। আমার দল চায় আমি একটি বড় ইনিংস খেলি। এটা জেনে ভালো লাগে দল আমার ওপর আস্থা রাখে।’
দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স লিটনকে টেস্ট খেলোয়াড় হিসেবে এগিয়ে যাতে সাহায্য করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি এখন টেস্ট ক্রিকেটের প্যাটার্ন জানি, বড় রান পেতে কতক্ষণ ব্যাট করতে হবে। সে (অ্যাশওয়েল) আমাকে যা বুঝিয়েছে, তা সত্যিই আমাকে সাহায্য করেছে। আমি এখনও সেই কথাগুলো মেনে চলেছি।’
‘সিনিয়র খেলোয়াড়রা যখন খেলবে না, আমি সুযোগ পাব (টপঅর্ডারে ব্যাট করার)। আমি যেখানে আছি সেখানে ভালো আছি।’
আর সমালোচনা প্রসঙ্গে লিটন বলেন, ‘সমালোচনা হবেই। আপনি যখন ভালো করবেন, তখন লোকেরা আপনার প্রশংসা করবে। আপনি যখন খারপ করবেন তখন সমালোচনা হবে। আমি এখন খেলায় মনোযোগ দিচ্ছি বেশি। আমার কাজ, আমার প্রস্তুতি নিয়ে ভাবি। আমি শুধু আমার কাজ করছি, ফল ভাগ্যের ওপর নির্ভর করে।’