এখন সবার ওপরে মুশফিক
কীর্তিটা আগে ছিল মাশরাফী বিন মোর্ত্তজার। ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ খেলার এই রেকর্ডটা এখন মুশফিকুর রহিমের দখলে।
দেশের হয়ে মাশরাফী খেলেছেন ২১৮টি ওয়ানডে ম্যাচ। আর আজ শুক্রবারের ম্যাচটিসহ মুশফিক খেলেছেন ২২০টি ওয়ানডে। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচেই মাশরাফীকে ছাড়িয়ে যান মুশফিক।
এদিকে ওয়ানডেতে মাশরাফীর অভিষেক হয়েছিল ২০০১ সালে। আর ২০০৬ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন দেশের হয়ে নিজের প্রথম ওয়ানডে ম্যাচটি।
আর তামিম ইকবাল ২০৯টি, সাকিব আল হাসান ২০৮, মাহমুদউল্লাহ ১৯০, মোহাম্মদ আশরাফুল ১৭৫টি ওয়ানডে ম্যাচ খেলেন দেশের হয়ে।
এর আগে ২১৯ ম্যাচ খেলে ওয়ানডেতে মুশফিক মোট রান করেন ছয় হাজার ১৯৩। যাতে সাতটি সেঞ্চুরি ও ৩৮টি হাফসেঞ্চুরি করেন তিনি। তাঁর সর্বোচ্চ সংগ্রহ ১৪৪ রান শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালে দুবাইতে এই রান করেছিলেন তিনি।