‘এটাই বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ’
টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই বাংলাদেশের জন্য হতাশার গল্প। আগের আসরগুলোর ফল অন্তত সেটাই বলে। তাই এবারও প্রত্যাশার মাত্রাটা ততটা উঁচুতে ছিল না। কিন্তু সেই অনুযায়ী বিশ্বকাপের মূল পর্বে দারুণ করেছে বাংলাদেশ।
১৫ বছর এবারই বিশ্বকাপের মূল পর্বে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভে চার ম্যাচে তুলে নিয়েছে দুটি জয়। এ ছাড়া ভারতের বিপক্ষেও লড়াই করেছে দুর্দান্ত। তাই স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা আসর এটি। সেই কথা মনে করিয়ে দিলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।
পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভে শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আজ শ্রীরাম বলেছেন, ‘এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা আসর। বাংলাদেশ কখনো সুপার টুয়েলভে দুই ম্যাচ জেতেনি। এবার সেটা হয়েছে। আমার মনে হয় ছেলেদের নিজেদের নিয়ে গর্ব করা উচিত।’
টেকনিক্যাল কনসালট্যান্ট মনে করেন এটি বাংলাদেশ দলের নতুন শুরু, ‘আমার মনে হয় এটা নতুন শুরু। আমি জানি না আগে কী হয়েছে, সেখানে ছিলামও না। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দুটো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতেছি। ভারতের বিপক্ষেও এভাবে হেরেছি, কিন্তু এটা হয়ই। এটাকে আমি নতুন শুরু হিসেবে দেখছি। অতীত নিয়ে থাকি না, এটাকে নতুন শুরু হিসেবে দেখি। অতীতে আমি ছিলাম না, তাই মন্তব্য করতে পারি না।’