এতো কোচ দিয়ে কী হবে, প্রশ্ন সুজনের
জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স। এখন থেকে এ দল এবং জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের ব্যাটিং নিয়ে কাজ করবেন তিনি। সিডন্স সরে যাওয়ায় খালি হয়েছে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ।
সিডন্সের জায়গায় কে আসবেন সেখানে, এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘হাথুরুসিংহেই তো ব্যাটিং পারে। আলাদা পরামর্শকের দরকার কি?’
ঢাকা প্রিমিয়ার লিগে আজ থেকে মাঠে গড়িয়েছে সুপার লিগ। প্রথম দিনেই মুখোমুখি হয় মোহামেডান-আবাহনী। ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে ব্যাটিং কোচ প্রসঙ্গে সুজন বলেন, ‘আমাদের তো হাথুরুই আছে। সে নিজেই ব্যাটিং পরামর্শক। ওর কাছ থেকে শিখলেই হবে। এতো কোচ দিয়ে কী হবে?’
বাংলাদেশ জাতীয় দলে জেমি সিডন্সের দ্বিতীয় অধ্যায়টা শুরু হয়েছিল বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে। জাতীয় দলের পাশাপাশি এ দল এবং বয়সভিত্তিক দলের ব্যাটিংয়ের দেখভালের দায়িত্ব পড়ে সিডন্সের উপর। তবে সামগ্রিকভাবে ব্যাটিং পরামর্শক হলেও গত বছর ফেব্রুয়ারি থেকে পুরোপুরি জাতীয় দলের ব্যাটিং নিয়ে কাজ করেছেন তিনি। হয়ে ওঠেন সাকিব আল হাসান-তামিম ইকবালদের ব্যাটিং কোচ।
তবে গত বছর আগস্টে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘সিডন্সের কাজটা এখন থেকে জাতীয় দলের বাইরেই বেশি হবে। পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়েই বেশি কাজ করবেন তিনি।‘ পাপনের কথার পর সেদিকেই বাড়তি মনোযোগ দিয়েছিলেন সিডন্স। এবার অব্যাহতি নিলেন জাতীয় দলের দায়িত্ব থেকে। তরুণ ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টে কাজ করবেন তিনি।