এনামুলের ৫ উইকেট, হেরে গেল মোহামেডান
আগের ম্যাচে আবাহনী লিমিটেডের কাছে হেরেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার নবাগত রূপগঞ্জ টাইগার্সের কাছেও হেরে গেল মোহামেডান। ব্যাটিং ব্যর্থতায় রূপগঞ্জ টাইগার্সের কাছে ৭ উইকেটে হেরেছে মোহামেডান।
রূপগঞ্জের বোলার এনামুল হক জুনিয়র বল হাতে দুর্দান্ত করেছেন। মোহামেডানের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে এই প্রথমবার পাঁচ উইকেটের স্বস্তি পেলেন তিনি। তাঁর বোলিংয়ের দিনেই অল্পতেই থেমে যায় মোহামেডান। তাতে রূপগঞ্জ টাইগার্স পায় স্বস্তির জয়।
আজ শনিবার ডিপিএলে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ১৪৩ রানে অলআউট হয় ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সবচেয়ে বড় কথা উইকেটে রান তুলতে বেশ ভুগতে হয় তাদের।
বিপদের মুখে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। ৫২ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৮ রান করেন তিনি। এনামুলের বলেই আউট হন এই অলরাউন্ডার। আউট হয়ে উইকেটের ওপর কিছুটা মেজাজ হারান মাহমুদউল্লাহ। রাগের মাথায় ড্রেসিংরুমের দরজায় লাথি মেরে বসেন। পরে আর এই অল্প পুঁজি নিয়ে আর ম্যাচ বাঁচাতে পারলেন না তাঁরা।
এই ১৪৩ রান তাড়া করতে নেমে ৮২ বল হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় রূপগঞ্জ টাইগার্স। দলের জয়ের ম্যাচে বল হাতে ৪১ রানে ৫ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা।
সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৩৮.১ ওভারে ১৪৩ (রনি ২৪, পারভেজ ১৪, হাফিজ ৪, রুবেল ২৩, মাহমুদউল্লাহ ৪৮, আরিফুল ০, জাহিদুজ্জামান ৮, শুভাগত ১৫, ইয়াসিন ০, নাজমুল ২, মুশফিক ১*; নাসুম ৭-১-১৮-১, শরিফউল্লাহ ৯-০-২৪-১, মুকিদুল ৭-০-২৮-৩, এনামুল জুনি. ৯.১-২-৪১-৫, নাসিম ৬-০-৩০-০)।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ৩৬.৩ ওভারে ১৪৯/৩ (মিজানুর ৯, জাকির ২৪, আসিফ ৪৮, ফজলে মাহমুদ ৩৯*, নাসিম ১৬*; হাফিজ ১০-১-২৩-১, ইয়াসিন ৪-০-৩৩-২, নাজমুল ১০-১-৩৮-০, শুভাগত ১০-৩-২৯-০, মুশফিক ২-০-১৯-০, পারভেজ ০.২-০-৬-০)।
ফল: ৭ উইকেটে জয়ী রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
ম্যান অব দ্য ম্যাচ: এনামুল হক জুনিয়র।