এনামুল-রনির ব্যাটিংয়ে পাত্তা পেল না রূপগঞ্জ
ব্যাট হাতে জ্বলে উঠলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক এনামুল হক বিজয় এবং ওপেনার রনি তালুকদার। দুজনেই পেলেন হাফসেঞ্চুরি। বোলিংয়ে দাপট দেখালেন নাহিদুল-রুবেলরা। দুই বিভাগের নৈপূণ্যে লেজেন্ডস অব রূপগঞ্জকে পাত্তাই দিল না প্রাইম ব্যাংক।
আজ শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ৩৭তম ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জকে ১০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক। তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদুল।
সাত ম্যাচ খেলে এই নিয়ে টুর্নামেন্টে ষষ্ঠ জয় পেল প্রাইম ব্যাংক। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দলটি। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে আছে রূপগঞ্জ।
এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে করে ১৬৯ রান করে প্রাইম ব্যাংক। আজও ব্যাট হাতে ভালো করতে পারেননি তামিম ইকবাল। ১২ রানে নাবিল সামাদের বলে আউট হন তিনি। তবে দ্বিতীয় জুটিতে জয়ের ভিত গড়ে নেয় প্রাইম ব্যাংক। ওপেনার রনি তালুকদার খেলেন ৫৩ রানের ইনিংস। এনামুল হক খেলেন ৪৬ বলে ৫৮ রানের ইনিংস।
১৭০ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ১৮ ওভারে মাত্র ৬৮ রানে থেমে যায় রূপগঞ্জ। দলের হয়ে কেউই ২০-এর ঘর পার হতে পারেননি। সাব্বির রহমান আউট হয়েছেন শূন্যতে। সর্বোচ্চ ১৬ রান করেছেন জাকের আলী।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক : ২০ ওভারে ১৬৯/৫ (তামিম ১২, রনি ৫৩, এনামুল ৬৯*, মিঠুন ১৮, অলক ৪, নাহিদুল ২, অমিত ০*; শহীদ ৪-০-৩৭-১, সোহাগ ২-০-১৬-০, নাবিল ৪-০-২৫-১, সানজামুল ৪-০-২০-০, অনিক ২-০-৩৪-০, মুক্তার ৪-০-২৮-৩)।
রূপগঞ্জ : ১৮ ওভারে ৬৮ (আজমির ১২, পিনাক ১, সাব্বির ০, জাকের ১৬, নাঈম ৪, সানজামুল ৭, সোহাগ ৭, মুক্তার ৫, অনিক ০, শহীদ ১৩*, নাবিল ১; নাহিদুল ৪-২-১৫-৩, রুবেল ৪-১-১৭-২, শরিফুল ৩-১-৮-১, নাঈম ৪-০-১৩-২, অলক ২-০-১০-০, মিঠুন ১-০-৫-১)।
ফল : ১০১ রানে জয়ী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
ম্যান অব দ্য ম্যাচ : নাহিদুল ইসলাম।