এপ্রিলে আইসিসির সেরা হওয়ার তালিকায় যারা
এপ্রিল মাসের সেরা খেলোয়াড়ের দৌঁড়ে থাকা তিন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। আজ বুধবার (৩ মে) নিজেদের ওয়েবসাইটে মনোনয়ন পাওয়া তিন ক্রিকেটারের তালিকা প্রকাশ করে আইসিসি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির প্রতিবেদন অনুসারে জানা যায়, এপ্রিলের সেরা হওয়ার সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া তিন ক্রিকেটার হলেন—পাকিস্তানের ফখর জামান, নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান ও শ্রীলঙ্কার প্রবাত জয়াসুরিয়া।
গত মাসে দারুণ খেলা উপহার দিয়েছেন তিনজনই। যার পুরস্কার হিসেবে পেলেন মনোনয়ন।
এপ্রিলের শেষ দিকে ফখর জামানের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতে পাকিস্তান।
অন্যদিকে গলে আয়ারল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারানোর ম্যাচে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রবাত জয়াসুরিয়া দ্বিতীয় ইনিংসে নেন ২ উইকেট। এতেই গড়েন মাইলফলক। আগের ছয় টেস্টে তার উইকেট সংখ্যা ছিল ৪৩টি। পিটার মুর ও স্টার্লিংকে ফিরিয়ে গড়ে ফেললেন নতুন রেকর্ড। টেস্ট ক্রিকেটে স্পিনার হিসেবে দ্রুততম ৫০ উইকেটের কৃতিত্ব এখন জয়াসুরিয়ার। উইকেটের অর্ধশতক পূর্ণ করতে তার লেগেছে মাত্র সাতটি টেস্ট।
নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান গত মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উপহার দিয়েছেন দুটো অসাধারণ ইনিংস। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৬৫, চতুর্থ ম্যাচে অপরাজিত ৭১ রানের পর পঞ্চম ও শেষ ম্যাচে খেলেন ৫৭ বলে ১০৪ রানের অনবদ্য এক ইনিংস।
প্রতি মাসেই ক্রিকেটারদের মাসিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করে আইসিসি।