এবারও ফ্রান্সকে ঠেকাতে পারল না ক্রোয়েশিয়া
এই ফ্রান্সের কাছেই রাশিয়া বিশ্বকাপের ফাইনাল মঞ্চ থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল ক্রোয়েশিয়াকে। তাই তাদের বিপক্ষে লড়াই মানে হিসাবটা বেশি। তার মধ্যে দর্শকদের উত্তেজনা তো আছেই। সবমিলে পুরোনো প্রতিপক্ষের সামনে এবারও ফল নিজেদের পক্ষে আনতে পারল না ক্রোয়াটরা। নিজেদের মাঠে শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ক্রোশিয়াকে।
উয়েফা নেশন্স লিগের ম্যাচটিতে ফ্রান্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ক্রোয়েশিয়া। ফ্রান্সের হয়ে গোলটি করেছেন আদ্রিওঁ রাবিও। আর ক্রোয়েশিয়ার হয়ে গোলটি করেন আন্দ্রেই ক্রামারিচ।
ক্রোয়েশিয়ার শহর স্প্লিতে হওয়া ম্যাচটিতে আক্রমণ ও বল দখলে দুদলই প্রায় সমান ছিল। ম্যাচের ৫২ ভাগ সময় বল দখলে রাখে ফরাসিরা। এই সময়ে সাতটি আক্রমণ করে যার পাঁচটি ছিল অনটার্গেট শট।
বিপরীতে ৪৮ভাগ সময় বল নিজেদের আওতায় রেখে ৮ বার আক্রমণে যায় স্বাগতিকরা। যার পাঁচটিই ছিল অনটার্গেটে যাওয়ার মতো।
উত্তেজনায় ভরপুর ম্যাচটির প্রথমার্ধে দুই দলই ছিল গোল শূন্য। বিরতির পর ৫২তম মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে বল বাড়ান উইসাম বেন ইয়েদের। সুযোগ হাতছাড়া না করে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন জুভেন্টাস মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও।
এরপর ৮৩ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। সফল স্পট কিকে সমতা টানেন আন্দ্রেই ক্রামারিচ। গোলদাতা ক্রামারিচ নিজেই ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। পেনাল্টিতে প্রথমে অফসাইডের বাঁশি বাজলেও পরে ভিএআরে গোল পেয়ে যায় স্বাগতিকরা। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়েন লুকা মদ্রিচরা।