এবারের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি রাইলি রুশোর
প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশোকে আউট করতে বাংলাদেশ রিভিউ নিয়েছিল দুইটি। তবে তা কাজে দেয়নি। নিজের দ্বিতীয় এবং এবারের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করে আউট হন রুশো ১০৯(৫৬)।
আজ বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। দুই রানের মাথায় টেম্বা বাভুমার ২(৬) উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।
উইকেটে নেমে মারকুটে হয়ে উঠেন রাইলি রুশো। শেষ পর্যন্ত ৮ ছক্কা ও ৭ চারে ১০৯ রান করে সাকিবের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
১৩.৪ ওভারে রুশো ৯০ রানের মাথায় জীবন পান। জীবন পেয়ে তুলে নেন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। তাসকিনের বলে রুশোকে জীবন দেন হাসান মাহমুদ।
আজ সিডনিতে রাইলি রুশোকে আউট করতে নেওয়া হয়েছিল দুটি রিভিউ। তবে বাংলাদেশের রিভিউ দুটি কাজে দেয়নি।
৬.৫ ওভারে মোসাদ্দেককে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন রুশো। ওভারের শুরু থেকেই বল নিচু হচ্ছিল। তবে বল রুশোর ব্যাট অতিক্রম করার সময় আল্ট্রা এজে কোনো স্পাইক ছিল না। স্বাভাবিকভাবেই কাজে আসেনি রিভিউ।
এর আগে ২.১ ওভারে তাসকিন আহমেদের বলে রুশোকে ফেরাতে রিভিউ নেয় বাংলাদেশ। সুইং করে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়েছিলেন রুশো। কিন্তু রি প্লেতে দেখা যায়, বলে ব্যাট স্পর্শ করেনি। এভাবে দুটি রিভিউই হারায় লাল-সবুজের দল।
আজ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দাঁড়িয়ে ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির উদ্যাপন করলেন রাইলি রুশো। বিশ্বকাপে কোনো দক্ষিণ আফ্রিকানের এটি প্রথম সেঞ্চুরি।
ডেভিড মিলারের পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান ও সব মিলিয়ে ১৭তম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরি পেলেন রুশো। ভারতের বিপক্ষে ইন্দোরে পেয়েছিলেন প্রথম সেঞ্চুরিটি। সে হিসেবে টানা দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে সেঞ্চুরি পেলেন এ বাঁহাতি।
সবচেয়ে বেশি ৪টি সেঞ্চুরি রোহিত শর্মার। ৩টি করে সেঞ্চুরি আছে তিন জনের—সাবাউন দাভিজি, গ্লেন ম্যাক্সওয়েল ও কলিন মানরোর।
২০ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০৫/৫।