এবার করোনার থাবা রিয়াল শিবিরে
মাত্র দুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের একাধিক ফুটবলার ও সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হন। তাই দলটির খেলা বাতিল হয়ে যায়। এবার করোনার আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার।
স্পেনের সংবাদমাধ্যম মার্কার খবরে জানা গেছে, রিয়ালের দুই তারকা লুকা মদ্রিচ ও মার্সেলো করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার খবরটি নিশ্চিত করে রিয়াল। স্পেনের করোনাবিধি মেনে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। এই দুজনের কেউই আগামী রোববার রিয়ালের হয়ে মাঠে নামতে পারবেন না।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত সাতদিনে রেকর্ড ৪২ জন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হন। করোনার ভয়ে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে খেলা হয়।
যেভাবে খেলোয়াড়রা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাতে আবার ফুটবল খেলা স্থগিত হয় কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।