এবার কাউন্টি ক্রিকেটে খেলবেন মোহাম্মদ সিরাজ
কাউন্টি ক্রিকেটে পরবর্তী মৌসুমে ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে চলছেন ভারতীয় তরুণ পেসার মোহাম্মদ সিরাজ। এই মৌসুমে তিনি ষষ্ঠ ভারতীয় খেলোয়াড় কাউন্টিতে খেলতে চলছেন।
এর আগে চেতেশ্বর পূজারা সাসেক্সে, ওয়াশিংটন সুন্দর ল্যাঙ্কাশায়ারে, ক্রুনাল পান্ডিয়া ওয়ারউইকশায়ারে, উমেশ যাদব মিডলসেক্সে ও নভদীপ সাইনি কেন্টের হয়ে সই করেছেন।
সিরাজ এখন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছেন। ২২ আগস্ট জিম্বাবুয়ে সিরিজ শেষ হবে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সমারসেটের বিরুদ্ধে ওয়ারউইকশায়ারের ম্যাচের আগে বার্মিংহামে পৌঁছার কথা সিরাজের।
ওয়ারউইকশায়ার বর্তমানে ডিভিশন ওয়ান টেবিলের নীচে থেকে তৃতীয় স্থানে রয়েছে। এখন পর্যন্ত ১১টি ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি। সমারসেটের বিপক্ষে তাদের ম্যাচের পর গ্লুচেস্টারশায়ার ও হ্যাম্পশায়ারের বিপক্ষেও খেলবে তারা। তিন ম্যাচেই পাওয়া যাবে সিরাজকে।
২৮ বছর বয়সী সিরাজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২০-২১ মৌসুমে অভিষেকের পর থেকে ভারতীয় টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলে ৩০.৭৭ কড়ে গড়ে ৪০ উইকেট নিয়েছেন। তিনি ভারতের ওডিআই দলের নিয়মিত সদস্য।
কাউন্টিতে খেলার সুযোগ পেয়ে সিরাজ ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘আমি বিয়ারস স্কোয়াডে যোগ দেওয়ার অপেক্ষায় আছি। আমি সবসময়ই ভারতের সাথে ইংল্যান্ডে খেলা উপভোগ করি। আমি কাউন্টি ক্রিকেটে খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’
‘এজবাস্টন হল বিশ্বমানের স্টেডিয়াম। এ বছর টেস্টের জন্য এটি যে পরিবেশ তৈরি করেছে তা বিশেষ ছিল। আশা করছি বিয়ারদের মঙ্গে মৌসুমটি ভালভাবে শেষ করতে পারব। এই সুযোগের জন্য ওয়ারউইকশায়ার ক্লাব ও বিসিসিআইয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই।’