এবার ছিটকে পড়লেন সাইফউদ্দিন
পিঠের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। তাই সাদা বলের সিরিজের আগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ টিম ম্যানজেমেন্ট।
ক্রিকবাজের খবরে জানা গেছে, বিসিবির মেডিকেল বোর্ড এরই মধ্যে সাইফউদ্দিনের বিষয়টি নির্বাচক কমিটিকে জানিয়েছে।
সাইফউদ্দিন দশ দিন ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন এবং পরে তাঁকে ইনজেকশন দেওয়া হয়েছিল। তবে আগামী সাত দিনের বোলিং করতে পারবেন না তিনি।
গত ২১ জুন থেকে তাঁর বোলিং শুরু করার কথা ছিল। কিন্তু তিনি ব্যর্থ হন।
আজ বৃহস্পতিবার ক্রিকবাজকে বিসিবির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ‘হ্যাঁ, তিনি (সাইফুদ্দিন) সিরিজ থেকে বাদ পড়েছেন।’
পরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বোর্ডের প্রধান চিকিৎসক ডা: দেবাশীষ চৌধুরী বলেন, ‘যদিও সাইফউদ্দিন অনুশীলন করছেন। তবে আমরা মনে করি এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিট নন তিনি। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করছেন তিনি।’
২৪-২৮ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
প্রথম দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২ এবং ৩ জুলাই ডোমিনিকাতে এবং তৃতীয়টি ৭ জুলাই গায়ানায় হবে।
১০, ১৩ এবং ১৬ জুলাই গায়ানায় তিনটি ওয়ানডে হওয়ার কথা।