এবার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত রবি শাস্ত্রীর
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আনুষ্ঠানিকভাবে এ খবর জানিয়ে দিয়েছেন তিনি। কোহলির পর এবার বর্তমান কোচ রবি শাস্ত্রীও ইঙ্গিত দিলেন, এই বিশ্বকাপের মধ্য দিয়ে হয়তো তাঁর দায়িত্ব শেষ হতে যাচ্ছে।
সহকারী কোচ হিসেবে ভারতীয় দলের সঙ্গে যাত্রা শুরু হয় রবি শাস্ত্রীর। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন প্রধান কোচ। তাঁর সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের চুক্তি এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই। এরপর হয়তো মেয়াদ বাড়ছে না তাঁর। ইংল্যান্ডের দ্য গার্ডিয়ানের সঙ্গে এমনটাই ইঙ্গিত দিলেন ভারতীয় কোচ।
গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেন, ‘আমার এরকমই মনে হয় (বিশ্বকাপ দিয়েই শেষ)। কারণ, যা কিছু চেয়েছি, সব কিছু আমি অর্জন করেছি। পাঁচ বছর এক নম্বরে থাকা (টেস্ট র্যাঙ্কিংয়ে), অস্ট্রেলিয়ায় দুইবারের সফরে জয়, ইংল্যান্ডে জয়। সব পেয়েছি।’
দায়িত্ব ছাড়ার আগে যদি এবারের বিশ্বকাপ জিততে পারে ভারত তাহলে ব্যাপারটা সোনায় সোহাগা হবে বলে মনে করেন শাস্ত্রী, ‘সাদা বলের ক্রিকেটে সব দলকেই তাদের আঙিনায় হারিয়েছি আমরা। এবার যদি বিশ্বকাপ (টি-টোয়েন্টি) জিততে পারি, তাহলে তা হবে সোনায় সোহাগা। এর চেয়ে বেশি কিছু নেই। আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, অনাকাঙ্ক্ষিত হয়ে ওঠার আগেই সরে যাওয়া উচিত। আমি বলব যে, এই দলকে নিয়ে আমি যা করতে চেয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি। অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াকে হারানো এবং কোভিডের সময়ে ইংল্যান্ডে সিরিজে এগিয়ে থাকা। ক্রিকেটে আমার চার দশকের সবচেয়ে তৃপ্তিদায়ক সময়।’