এবার ফিলিস্তিনিদের পাশে মুশফিক-মুস্তাফিজরা
ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দায় ফেটে পড়েছে গোটা বিশ্ব। পুরো বিশ্বে এটি এখন মূল আলোচিত বিষয়। বিশ্ব ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান তারকাও এতে যোগ দিয়েছেন। বাদ যাননি বাংলাদেশের ক্রিকেটারেরাও।
বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানরাও আছেন ফিলিস্তিনিদের পাশে।
গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় ফিলিস্তিনের পতাকা আপলোড করে মুশফিক লিখেছেন, ‘আমি, বাংলাদেশ থেকে মুশফিকুর রহিম ফিলিস্তিনের পাশে আছি। ’ আর পতাকার ছবিতে লেখা, 'শক্ত থাকো...ফিলিস্তিন। '
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফিলিস্তিনির পাশে থাকার ঘোষণা দিয়েছেন মুস্তাফিজও। ফিলিস্তিনের পতাকার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আমি ফিলিস্তিনের সঙ্গে আছি।’
তাসকিন লিখেছেন, ‘আমি তাসকিন আহমেদ বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পাশে আছি।’
সাব্বির রহমানের পোস্ট করা ছবিতে লেখা ছিল, ‘আমি সাব্বির রহমান, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছি।’
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.faceboo..." width="500" height="403" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
অফস্পিনিং অলরাউন্ডার আরাফাত সানি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘দেখে ভালো লাগছে আমাদের ক্রিকেটাররা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছেন।’