এবার বাংলাদেশের সামনে টি-টোয়েন্টির চ্যালেঞ্জ
চরম ব্যর্থতা দিয়ে শেষ হলো টেস্ট সিরিজ। অ্যান্টিগা থেকে শুরু করে সেন্ট লুসিয়া—দুই টেস্টেই বাংলাদেশ দেখল টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ কতটা কঠিন। দুই টেস্টেই হারল বাজেভাবে। টেস্ট সিরিজে হারার পর এবার ক্যারিবীয় মুল্লুকে টি-টোয়েন্টির চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ।
চলতি বছরই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগেই শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। মাঝে আছে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ। সব মিলে সংক্ষিপ্ত সংস্করণে খুব ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ।
তবে এর আগে ওয়েস্ট ইন্ডিজে এই ফরম্যাটে পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপের আগে ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি ভালো করে আত্মবিশ্বাস অর্জন করতে চান সাকিব আল হাসান।
এ ব্যাপারে বাংলাদেশি তারকা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করলে এটা (দ্বিপাক্ষিক সিরিজ) খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা এশিয়া কাপ খেলবো, তারপর বিশ্বকাপ। আমাদের খুব বেশি সময় নেই। সেই জায়গা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ।’
সাকিব আরো যোগ করেন, ‘ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক দলের বিপক্ষে খেলতে পারা আমাদের বড় চ্যালেঞ্জ হবে। এখানে ভালো করতে পারলে আত্মবিশ্বাসটা শ্রীলঙ্কায় হতে যাওয়া এশিয়া কাপে কাজে আসবে। ভালো মাইন্ডসেট নিয়ে শ্রীলঙ্কা যেতে সাহায্য করবে।’
সাকিব মনে করেন এশিয়া কাপেও বেশ পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে, ‘এশিয়া কাপ খুব কঠিন হবে। যেখানে ভারত, পাকিস্তান আছে, আফগানিস্তানও খেলবে যারা বর্তমানে এশিয়ার ভেতরে অনেক ভালো দল। শ্রীলঙ্কাও ধারাবাহিকভাবে ভালো করছে। আমাদের অবশ্যই উন্নতির অনেক জায়গা আছে। তবে আমি বিশ্বাস করি দলগতভাবে খেললে আমাদের সিরিজ জেতা সম্ভব।’
আগামী ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গায়ানায় অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সময় রাত ১১টায় এবং ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।