এবার বার্সা শিবিরেও হতাশা, চটেছেন কোচ জাভি
শিরোপা জয়ের খুব কাছাকাছি এসে হতাশা ডুবল বার্সেলোনা। আত্মবিশ্বাস নিয়েও হেরে গেল ভাইয়েকানোর বিপক্ষে। এমন হারের পর চটেছেন কোচ জাভি এর্নান্দেস। ক্ষোভ প্রকাশ করে শিষ্যদের সতর্ক করলেন জাভি।
প্রতিপক্ষের মাঠে লা লিগায় গতকাল বুধবার(২৬ এপ্রিল) রায়ে ভাইয়েকানোর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় বার্সেলোনা। যদিও এই হারে খুব একটা শঙ্কা তৈরি হয়নি তাদের। কারণ এখনো লিগ শিরোপা জয়ের মিশনে ভালোভাবেই এগিয়ে আছে বার্সা। তবুও শিষ্যদের এমন পারফরম্যান্স হতাশ করেছে কোচ জাভিকে।
হারের ম্যাচের পর নিজের রাগ উগরে দিয়ে কোচ বলেছেন, ‘আসলে আমরা মোটেও ভালো খেলতে পারিনি। মাঠে একটুও স্বস্তিতে ছিলাম না । ওদেরই তাড়না ছিল বেশি। খুব আগ্রাসী ছিল ওরা এবং আমাদেরকে খেলতে দেয়নি নিজেদের খেলাটা। আমরা খেলার ধরন বুঝে উঠতেই পারিনি, লম্বা পাসগুলোর অপব্যবহার করেছি। কিছু সুযোগ আমরা তৈরি করতে পেরেছি বটে। তবে তা কাজে লাগাতে পারিনি। এরপর ওদের দ্বিতীয় গোল আমাদেরকে অনেকটাই ছিটকে গিয়েছে ম্যাচ থেকে। কোনো অজুহাত নেই।’
এরপর শিষ্যদের নিয়ে বলেন, ‘আমার চাওয়া লা লিগায় চ্যাম্পিয়ন হওয়া। কোচ হিসেবে আমি ক্ষুব্ধ, কারণ যতটা লড়াই করা উচিত ছিল, আজকে আমরা তা করতে পারিনি। এখানে জেতা কখনোই সহজ নয়, অনেক দলই এখানে হেরেছে।’
হারের হতাশা নিয়েই আগামী শনিবার ঘরের মাঠে রিয়াল বেটিসের মুখোমুখি হবে বার্সেলোনা। শিরোপা জয়ের মিশনে এগিয়ে থাকা বার্সার ওই ম্যাচে জয়ে ফেরাই একমাত্র লক্ষ্য। সেই বার্তাই দিয়ে রাখলেন বার্সা কোচ।