এবার বিসিবির সমালোচনায় মাশরাফী
বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত বিষয় সাকিব আল হাসানের একটি খোলামেলা সাক্ষাৎকার। যেখানে তিনি বোর্ড কর্মকর্তাদের কড়া সমালোচনা করেছেন। এবার বিসিবির সমালোচনা করেছেন বাংলাদেশ দলের সবচেয়ে সফল সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। ফিটনেস টেস্টে দল থেকে বাদ পড়ায় দীর্ঘদিন পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।
একটি বেসরকারি টিভি চ্যানেলের অনলাইন প্রোমোতে মাশরাফী বলেন, ‘ডাটাগুলো একটু বের করে দেখেন, আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কি না। আমি তো এগুলো কখনোই ক্যামেরার সামনে বলিনি। যে মানুষগুলো কথা বলছেন, তাঁদের অবদান কী? তাঁদের অবদানগুলো যদি আমি তুলে ধরি, সেটা তো খারাপ হয়ে যাবে।’
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘একটা বিশ্বকাপে ৫০ জন যাচ্ছে মাশরাফীর চৌদ্দগুষ্টি উদ্ধার করতে। কেউ কি নিজের টাকায় গিয়েছেন? খুবই অবাক লাগে ওনারা কি আসলেই কোনো তথ্য রাখেন বা আদৌ অফিস করেন?’
সর্বশেষ যেবার বাদ দেওয়া হয়েছিল, তা নাকি মাশরাফীর সঙ্গে আলোচনা করেই দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘না, আলোচনা করা হয়নি। কিছুটা সত্য কথা আশা করেছিলাম।’
কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে কথা হয়েছে কি না এমন এক প্রশ্নের জবাবে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘আমাকে এক কাপ কফির প্রস্তাব দিয়ে রেখেছিলেন তিনি। আমি এখনো সেটার অপেক্ষায় আছি।’
গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওয়ানডে থেকে এখনো অবসর না নিলেও সেই সিরিজের দলে জায়গা পাননি মাশরাফী।