এবার ব্যাংকের পরিচালক হচ্ছেন সাকিব
বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান শরিয়াহ ভিত্তিক প্রস্তাবিত পিপলস ব্যাংকের দুটি পরিচালক পদের মালিক হচ্ছেন।
ব্যাংকের পরিচালক হতে অনাপত্তির জন্য সাকিব ও তাঁর মা শিরিন আক্তারের নাম বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত ব্যাংকের প্রধান পৃষ্ঠপোষক এমএ কাশেম ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তবে ব্যাংকটি এখনও বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় লাইসেন্স পায়নি।
একজন উদ্যোক্তা হিসেবে ব্যাংকের পরিচালক হতে হলে কমপক্ষে দুই শতাংশ শেয়ারের মালিক হতে হয়। আর এ জন্য পিপলস ব্যাংকের প্রতি পরিচালক পদের জন্য সাকিবকে কমপক্ষে ১০ কোটি টাকা করে দিতে হবে।
জানা গেছে, ব্যাংকের পরিচালক পদের জন্য সাকিব আল হাসান ২৫ কোটি টাকার বেশি দিয়েছেন। এর আগে সাকিব ব্রোকারেজ হাউজ ও স্বর্ণের ব্যবসার জন্য লাইসেন্স গ্রহণ করেন।