এবার মুস্তাফিজদের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা
আইপিএলের শুরুতেই স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছেন মুম্বাই ইন্ডিয়াসের অধিনায়ক রোহিত শর্মা। এরপর কেইন উইলয়ামসনও পান একই শাস্তি। এবার মুস্তাফিজুর রহমানদের অধিনায়ক ঋষভ পন্থকে ১২ লাখ রুপি জরিমানা করা হলো।
মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল শুরু করা দিল্লি ক্যাপিটালস টানা দুটি ম্যাচে হেরেছে। দুটিই হেরেছে নবাগত গুজরাট লায়ন্স ও লখনৌ সুপার জায়ান্টসের কাছে। তবে, হারের সঙ্গে শেষ ম্যাচে যোগ হয়েছে জরিমানার হতাশা। গতকাল বৃহস্পতিবার হারের ম্যাচে স্লো ওভার রেটিংয়ের কারণে শাস্তির মুখে পড়েছেন দিল্লির অধিনায়ক পন্থ।
ম্যাচতিতে ২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় পায় লখনৌ। এ ম্যাচে ১৫০ রানের টার্গেট দেওয়ার পর দিল্লির বোলারেরা নির্ধারিত সময়ে নিজেদের ওভার শেষ করতে পারেনি। যার কারণে জরিমানার মুখে পড়েছেন দলটির অধিনায়ক।
আইপিএলের ওয়েবসাইটে এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে।
আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘৭ এপ্রিল মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালসকে জরিমানা করা হয়েছে।’
স্লো ওভার রেট নিয়ে বেশ কড়াকড়ি চলছে আইপিএলে। প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ১৪ ওভার শেষ করতে হয়। এর কম হলেই বিপদে পড়তে হয়। পেতে হয় শাস্তি। ১৫তম আসরের প্রথম অধিনায়ক হিসেবে এ শাস্তি পান রোহিত। এরপর পেলেন উইলিয়ামসন ও পন্থ।