এবার ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' বল নিলামে উঠছে
১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ গোল করতে দিয়েগো ম্যারাডোনা যে বলটি ব্যবহার করেছিলেন তা এবার নিলামে উঠবে। ধারণা করা হচ্ছে তিন মিলিয়ন পাউন্ড দাম উঠতে পারে বলটির। আগামী মাসে বলটি নিলামে উঠতে পারে।
ক্রেতারা ২৮ অক্টোবর থেকে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। লন্ডন-ভিত্তিক গ্রাহাম বাড নিলাম বলেছে, এটি ২.৫-৩ মিলিয়ন ইউরো বিক্রির আশা করা হচ্ছে। বাংলাদেশি টাকায় ৩৪ কোটি ৫৫ লাখ টাকার বেশি।
নিলাম কমিটির চেয়ারম্যান গ্রাহাম বুড এক বিবৃতিতে বলেন, ‘বলটি ইতিহাসের অংশ। আমরা আশা করছি এটি নিলামে উঠলে ব্যাপক জনপ্রিয়তা পাবে।’
ফকল্যান্ডস যুদ্ধের পর রাজনৈতিক উত্তেজনার কারণে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যকার ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি উত্তেজনায় ভরা ছিল। প্রয়াত ম্যারাডোনার দুটি গোল করেন।
প্রথম গোলটি ম্যারাডোনা বক্সের মধ্যে দৌড়ে গিয়ে লাফিয়ে উঠে হাত দিয়ে বল জালে জড়ান। ম্যারাডোনা এটিকে 'হ্যান্ড অব গড' বলে অবিহিত করেন।
দ্বিতীয় গোলটি হয় চার মিনিট পর। ম্যারাডোনা পাঁচজন ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন। শতাব্দির অন্যতম সেরা গোল ধরা হয় এটিকে।
ম্যাচটি ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেবার তারা বিশ্বকাপ জিতেছিল।
বলটির মালিক বিন নাসের বলেন, ‘এই বলটি আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের অংশ, এটি বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার সঠিক সময় বলে মনে হচ্ছে।’
গত মে মাসে সে ম্যাচের ম্যারাডোনার জার্সিটি নিলামে প্রায় ৯.৩ মিলিয়ন ডলার বিক্রি হয়েছিল। বাংলাদেশি টাকায় যা ৯৪ কোটি ৫১ লাখ টাকার বেশি।
এর আগে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ১৯৯৮ সালের এনবিএ ফাইনাল জার্সি ১০.১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।
ম্যারাডোনা ৬০ বছর বয়সে ২০২০ সালের নভেম্বরে মারা গিয়েছিলেন।