এবার সবচেয়ে দামি ক্রিকেটার ঈশান কিষান
আইপিএলের চলমান নিলামে অনেক নাটকীয়তা ছিল। বাংলাদেশি তারকা সাকিব আল হাসানসহ অনেক তারকা অবিক্রীত থেকেছেন। আবার অনেকে পেয়েছেন অধিক মূল্য। ভারতীয় তারকা ঈশান কিষান এবারের আইপিএলের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার।
ঈশান কিষান পেলেন ১৫ কোটি ২৫ লাখ ভারতীয় রুপি। আকাশছোঁয়া মূল্যে মুম্বাই ইন্ডিয়ানসে ফিরেছেন এই উইকেটকিপার-ব্যাটার।
দুই কোটি রুপির বেস প্রাইসের ঈশান জন্য দর হাঁকে মুম্বাই। লড়াইয়ে যোগ দেয় পঞ্জাব কিংস। এই প্রথম কোনো ক্রিকেটারের জন্য নিলামে ১০ কোটি টাকার বেশি দর হাঁকে মুম্বাই। সানরাইজার্স হায়দরাবাদ শেষ মুহূর্তে দর হাঁকে। শেষ পর্যন্ত ১৫ কোটি ২৫ লাখ রুপিতে মুম্বাই দলে নেয় ঈশানকে। আইপিএলের নিলামের ইতিহাসে ভারতের সব থেকে দামি উইকেটকিপারের হন ঈশান। এখন পর্যন্ত চলতি নিলামে তিনিই সবচেয়ে দামি ক্রিকেটার।
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত নিলামে ১০টি দল সর্বোচ্চ ৮ জন করে বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে। ৮০ জন বিদেশি ক্রিকেটার এই নিলাম থেকে দল পেতে পারেন।
এবারের আসরে ১০টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড করতে পারবে। সেই হিসেবে মোট ২৫০ জন ক্রিকেটার দল পেতে পারেন। তবে ১০টি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে ৩৩ জন ক্রিকেটারকে নিলামের আগেই দলে নিয়েছে। সর্বোচ্চ ২১৭ জন ক্রিকেটার নিলাম থেকে দল খুঁজে পেতে পারেন।