এমবাপ্পের আরো উন্নতি চান নতুন কোচ
পিএসজি কোচ হিসেবে টমাস তুখেলের স্থলাভিষিক্ত হয়েছেন মাউরিসিও পচেত্তিনো। প্যারিসের ক্লাবটি কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছেন তিনি। লিগ ওয়ানে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ড্রয়ের ম্যাচে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পারফরম্যান্সে ঘাটতি দেখেছেন তিনি। এমন কি দলের অন্যতম ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেরও উন্নতি চান এই আর্জেন্টাইন কোচ।
গত বুধবার রাতে ইতিইনের মাঠে ১-১ গোলে ড্র করে পিএসজি। ম্যাচটির শেষে দলের খেলোয়াড়দের উন্নতি করার আহ্বান জানালেন নতুন কোচ।
গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, এমবাপ্পের পারফরম্যান্স নিয়ে পচেত্তিনো বলেন, ‘আমি অবশ্যই তার পারফরম্যান্সে খুশি, তবে তার আরো উন্নতি করা দরকার। আমি নিশ্চিত সে গোল করতে এবং আরো ভালো খেলতে এবং ম্যাচ জিততে চায়। অবশ্যই সে হতাশ। সব খেলোয়াড়ের উন্নতি করা প্রয়োজন এবং দলেরও উন্নতি হওয়া প্রয়োজন।'
২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এই আর্জেন্টাইন কোচকে নিয়োগ দিয়েছে পিএসজি। কিন্তু কোচ হিসেবে অভিষেক ম্যাচে হোঁচট খাওয়ায় হতাশ তিনি, ‘এটি কেবল শুরু হলো, আমরা এখানে মাত্র তিন দিন আগে এসেছি। আমরা হতাশ কারণ আমরা ম্যাচ জিততে পারিনি। আমি মনে করি, আমরা দ্বিতীয়ার্ধে গোল করার যথেষ্ট সুযোগ তৈরি করেছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা গোল করতে পারিনি এবং তিন পয়েন্ট পাইনি।'
এর আগে ক্লাবের ওয়েবসাইটে নিজের নতুন দায়িত্ব নিয়ে অনুভূতির কথা জানান পচেত্তিনো। আর্জেন্টাইন তারকা প্রথম সাক্ষাৎকারে বলেন, ‘অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এই ক্লাবে ফিরে এসেছি। এটা দারুণ অনুভূতি। অনেক ভালো একটি সুযোগ। বিশ্বের সেরা পর্যায়ের কয়েকজন মেধাবী খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি। এই দলের দারুণ সম্ভাবনা আছে। আমার সহকর্মীরা ও আমি সব প্রতিযোগিতায় পিএসজির হয়ে সেরাটা অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করব।’
ক্লাব ক্যারিয়ারে পিএসজিতেই অনেক সময় কাটিয়েছেন পচেত্তিনো। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্লাবটির জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। এবার কোচ হয়ে এলেন নিজের প্রিয় ক্লাবকে সামলাতে।