এমবাপ্পের দলবদল : পিএসজির বড় প্রস্তাব, গুজব, পরিবার ও খেলোয়াড়ের আগ্রহ
পিএসিজি তারকা কিলিয়ান এমবাপ্পে গতকাল সোমবার মাদ্রিদে ছিলেন। প্যারিস সেন্ট-জার্মেই সতীর্থ আশরাফ হাকিমির সঙ্গে মধ্যাহ্নভোজন করেছেন। তাই আলোচনা শুরু হয়েছে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন এই ফরাসি তারকা।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবরে জানা গেছে, এমবাপ্পে নাকি রিয়াল মাদ্রিদের পরিচালকদের জানিয়েছেন দলটিতে খেলতে চান তিনি। এমবাপ্পেকেও নাকি দলে নিতে আত্মবিশ্বাসী রিয়াল।
তবে গত এক সপ্তাহ ধরে, বিভিন্ন গুজব এবং প্রতিবেদন প্রকাশ হয়েছে, এমবাপ্পে নাকি রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন।
এদিকে এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়নে ইঙ্গিত দিয়েছে পিএসজি। তবে পিএসজি ও এমবাপ্পের মধ্যে কোনো ধরনের চুক্তির কথা অস্বীকার করেছেন এই ফরাসি খেলোয়াড়ের মা।
এমবাপ্পের সিদ্ধান্তে তাঁর পরিবারের সম্ভাব্য প্রভাব রয়েছে। ২০১৭ সালে রিয়াল মাদ্রিদ এই ফরাসি তারকাকে দলে নেওয়ার চেষ্টা করেছিল। তখন মোনাকোর খেলোয়াড় ছিলেন।
এদিকে এমবাপ্পেকে প্যারিসে থাকার জন্য চাপ দেওয়া সত্ত্বেও রিয়ালের হয়ে খেলার ইচ্ছা তাঁর। তবে মৌসুম শেষ হওয়ার আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে কোনো চুক্তির ঘোষণা দিতে রাজি নন তিনি।
আর রিয়াল মাদ্রিদ বরুসিয়া ডর্টমুন্ড থেকে এরলিং হাল্যান্ডকে দলে নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এমবাপ্পেকে দলে নেওয়ার ব্যাপারে তাদের সব আগ্রহ।
এদিকে আগামী মৌসুমের আগেই এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন। আর পিএসজি চুক্তি নবায়নের যে প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ তার চেয়ে অনেক বেশি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেয়। তবে এমবাপ্পে আর্থের চেয়ে খেলার বিষয়টি প্রাধান্য দিচ্ছেন।
এমবাপ্পের এজেন্ট জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে এখনই কোনো বৈঠকের পরিকল্পনা নেই তাদের। ২১ মে পিএসজির মৌসুম শেষ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় যাবে না তারা।