এমবাপ্পের দুরন্ত গতি থেকেও এগিয়ে সুলেমানা
কাতার বিশ্বকাপে এ পর্যন্ত সেরা তারকা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। সর্বোচ্চ পাঁচটি গোল করে গোল্ডেন বুট জেতার তালিকায় শীর্ষে রয়েছেন। তবে গতিতে সেরা হিসেবে এগিয়ে রয়েছেন ঘানার কামালদীন সুলেমানা। গতির দিক থেকে তালিকার ৯ নম্বরে রয়েছেন এমবাপ্পে। গতির সেরা দশে নাম নেই তারকা ফুটবলার মেসি-নেইমারদের।
কাতার বিশ্বকাপে এ পর্যন্ত বল নিয়ে সর্বোচ্চ গতিতে ছুটে রেকর্ড গড়েছেন ঘানার খেলোয়াড় কামালদীন সুলেমানা। গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে তিনি ছুটেছেন ঘণ্টায় ৩৫ দশমিক ৭ কিলোমিটার গতিতে।
দৌঁড়ে সর্বোচ্চ রেকর্ড গড়েছেন অ্যাটলেথার উসাইন বোল্ট। জ্যামাইকার এই দৌড়বিদের গতি ছিল ঘণ্টায় ৪৪ দশমিক ৭২ কিলোমিটার। তবে সেটি ফুটবলে নয়, সাধারণ দৌঁড়ে।
কাতার বিশ্বকাপে বল নিয়ে ঘণ্টায় সেরা দশ জনের গতি:
১. কামালদীন সুলেমানা (ঘানা) - ৩৫.৭ কি.মি. বনাম উরুগুয়ে
২. আলফোনসো ডেভিস (কানাডা) – ৩৫.৬ কি.মি. বনাম ক্রোয়েশিয়া
৩. নিকো উইলিয়ামস (স্পেন) – ৩৫.৬ কি.মি. বনাম জার্মানি
৪. ডেভিড রাউম (জার্মানি) - ৩৫.৫ কি.মি. বনাম স্পেন
৫. ড্যান জেমস (ওয়েলস) - ৩৫.৪ কি.মি. বনাম ইরান
৬. অ্যান্টোনি রবিনসন (মার্কিন যুক্তরাষ্ট্র) - ৩৫.৪ কি.মি. বনাম ওয়েলস
৭. ইসমাইলা সার (সেনেগাল) - ৩৫.৪ কি.মি. বনাম নেদারল্যান্ডস
৮. আশরাফ হাকিমি (মরক্কো) - ৩৫.৩ কি.মি. বনাম ক্রোয়েশিয়া
৯. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) – ৩৫.৩ কি.মি. বনাম পোল্যান্ড
১০. তেজান বুকানন (কানাডা) - ৩৫.২ কি.মি. বনাম বেলজিয়াম