এমবাপ্পের বিশাল অংকের চুক্তি ফাঁস
ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ অংকের চুক্তির মালিক হতে যাচ্ছেন ফরাসি ক্লাবের অন্যতম ভরসা কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি ক্লাবের সঙ্গে করা এমন এক চুক্তির তথ্য ফাঁস হয়েছে। চুক্তি অনুযায়ী, ফরাসি এই স্ট্রাইকার পাবেন মোট ৬৩০ মিলিয়ন ইউরো।
স্প্যানিস সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, প্রতি মৌসুমে এমবাপ্পে বেতন পাবেন ৭২ মিলিয়ন ইউরো এবং তিন কিস্তিতে ১৮০ মিলিয়ন ইউরো পাবেন সাইন বোনাস হিসেবে।
এ ছাড়া, লয়েলিটি বোনাস হিসেবে প্রথম বছরে ৭০ মিলিয়ন ইউরো, দ্বিতীয় বছরে ৮০ মিলিয়ন ইউরো এবং তৃতীয় বছরে ৯০ মিলিয়ন ইউরো পাবেন ফরাসি এ স্ট্রাইকার।
ফরাসি ম্যাগাজিন লি প্যারিসিয়ানের উদ্ধৃতি দিয়ে মার্কা বলছে, গত মে মাসে কিলিয়ান এমবাপ্পে দুই সেশনের সঙ্গে একটি অতিরিক্তসহ মোট তিন সেশনের জন্য চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী, এটিই খেলাধুলার ইতিহাসে সর্বোচ্চ আর্থিক চুক্তি।
এমবাপ্পের এই চুক্তিকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করে মার্কা বলেছে, ২০১৭ সালে প্রতি সেশনের জন্য ১৩৮ মিলিয়ন ডলারের বিনিময়ে মেসি বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছিল। সেবার মেসির সঙ্গে ৫৫০ মিলিয়নেরও বেশি ডলারের চুক্তি করেছিল বার্সেলোনা। মেসিকে যেভাবে নবায়ন ফি এবং লয়েলিটি ফি দিয়েছিল বার্সেলোনা, ঠিক একইভাবে এমবাপ্পের সঙ্গে চুক্তি করেছে পিএসজি। তবে মেসির থেকে এমবাপ্পে পাবেন প্রায় ১০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ।
এমবাপ্পে যদি ফ্রান্স ছেড়ে না যান তবে, এটিই হবে ফুটবলের ইতিহাসে সবেচেয়ে বড় অর্থনৈতিক চুক্তি। এর বাইরে, ২০২৩ সাল পর্যন্ত ৬ বছরের জন্য নেইমার ২৬৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছেন। তার নিচে জুভেন্তাসের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর, ২০১৬ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে গ্যারেথ বেলের এবং একই বছরের গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসার সময় পোগবার সঙ্গে চুক্তি হয়েছিল।