এমবাপ্পের হ্যাটট্রিকের পর মেসি-নেইমারের গোল উৎসব
ম্যাচের শুরুতেই রেকর্ড বইয়ে নাম লেখান কিলিয়ান এমবাপ্পে। গড়েন দ্রুততম গোলের রেকর্ড। এরপর তুলে নেন হ্যাটট্রিক। ফরাসি তারকার হ্যাটট্রিকের দিনে নেইমার-মেসিদের গোলে লিলের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে পিএসজি।
লিগ ওয়ানের ম্যাচে গতকাল রোববার দিবাগত রাতে লিলেকে ৭-১ গোলের ব্যবধানে হারিয়েছে পিএসজি। দলের সাত গোলের তিনটি এসেছে এমবাপ্পের পা থেকে। জোড়া গোল করেছেন নেইমার। এ ছাড়াও একটি করে গোল করেছেন লিওনেল মেসি ও আশরাফ হাকিমি। এ ছাড়াও গোল করাতেও ভূমিকা রেখেছেন মেসি-নেইমাররা।
এদিন ম্যাচের শুরুতেই দলকে লিড এনে দেন এমবাপ্পে। ম্যাচ শুরুর বাঁশি বাজার স্রেফ ৯ সেকেন্ডের মধ্যেই লিলের জালে বল পাঠান ফরাসি তারকা। ফরাসি লিগে এটাই সবচেয়ে দ্রুততম গোল। এ ছাড়া যে কোনো প্রতিযোগিতায় পিএসজির হয়ে কারো দ্রুততম গোল এটি।
এরপর ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। তৃতীয় গোল আসে হাকিমির পা থেকে। ৩৯তম মিনিটে স্কোর লাইন ৩-০ করেন হাকিমি। ৪৩ মিনিট পর প্রথমবার জালের দেখা পান নেইমার।
এরপর বিরতির পর নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। ৫৪তম মিনিটে ব্যবধান কমায় লিল। কিন্তু ব্যবধান কমিয়েও ম্যাচে ফিরতে পারেনি তারা।
৬৬তম মিনিটে দলের ষষ্ঠ ও নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এরপর ৮৭তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ফরাসি তারকা। তাতে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি ক্লাবটি।