এমসিসির এই সম্মাননা দেশের ক্রিকেটের জন্যও স্বীকৃতি : মাশরাফী
বাংলাদেশের ক্রিকেটে মাশরাফী বিন মোর্ত্তজা এক উজ্জ্বল নক্ষত্র। খেলা ছাড়লেও তাঁর মাহাত্ম্য কমেনি এতটুকু। এবার মাশরাফীর সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। আজীবন সদস্যপদের নতুন তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। যেখানে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
বাংলাদেশি এই তারকাসহ মোট ১৯ জনকে আজীবন সদস্যপদ দিয়েছে ক্রিকেটের আইন প্রণেতা এমসিসি। এর মধ্যে ১৭ জন হলেন ক্রিকেটার, বাকি দুজন ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব। তাঁরা ক্রিকেটে অবদানের জন্য সদস্যপদ পেয়েছেন। আজীবন সদস্যপদ পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, কেভিন পিটারসেন, ইয়ন মরগান, রস টেইলর, ডেল স্টেইনের মতো বাইশ গজ দাপিয়ে বেড়ানো তারকারা। তাদের সঙ্গে একই কাতারে আসতে পেরে গর্বিত মাশরাফী।
এমসিসির আজীবন সদস্যপদ পাওয়ার পর নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ভালোলাগা প্রকাশ করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তিনি লিখেন, ‘এমসিসি'র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ইয়ন মরগানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।’
একজন সফল ক্রিকেটারের পাশাপাশি মাশরাফী একজন সফল নেতাও। বাইশ গজে তার নেতৃত্বে দারুণ একটা সময় কেটেছিল বাংলাদেশের ক্রিকেটের। খেলা ছাড়ার পর দেশসেরা পেসার মাশরাফীকে দেওয়া এমসিসির এই স্বীকৃতি আক্ষরিক অর্থেই অনুপ্রাণিত করবে উঠতি ক্রিকেটারদের। যা আগামীর বাংলাদেশ দলের জন্য সুফল বয়ে আনবে।