এল ক্লাসিকোতে বার্সার কাছে পাত্তা পেল না রিয়াল
সম্প্রতি বার্সেলোনার ছন্দপতনে রং হারিয়েছিল এল ক্লাসিকো। আক্রমণাত্মক ফুটবল দিয়ে সে বার্সাই যেন ফিরিয়ে দিল এল ক্লাসিকোর রোমাঞ্চ। দুর্দান্ত ফুটবল খেলে চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদকে স্রেফ উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি।
গতকাল রোববার রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। রিয়ালের সেরা তারকা করিম বেনজেমাকে ছাড়া লড়াইটা একপেশে হবে আগেই মনে হয়েছিল। কিন্তু, নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে যে এমন বাজেভাবে হারবে রিয়াল সে ধারণা হয়তো কেউই করেনি। রিয়ালের মাঠেই রীতিমতো তাদের গোল বন্যায় ভাসাল জাভির বার্সা।
প্রতিপক্ষের মাঠে ম্যাচজুড়েই আধিপত্য দেখাল বার্সা। ষাট ভাগ সময় বল দখলে রেখে আক্রমণে আগুন ঝরাল কাতালানরা। পুরো ম্যাচে ১৮ বার আক্রমণ করে অতিথিরা। যার ১০টিই ছিল অনটার্গেট শট। বিপরীতে ১৪ বার আক্রমণ করা রিয়ালের অনটার্গেট শট ছিল চারটি। কিন্তু, একটিও লক্ষ্যভেদ করতে পারেনি স্বাগতিক দল।
ম্যাচের দুই অর্ধে দুটি করে গোল করে নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। ম্যাচের ২৯ মিনিটে পিয়েরে-এমেরিক অবামেয়াং দলকে এগিয়ে নেন। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদ আরাহো।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেররান তরেস জালে বল পাঠিয়ে স্কোরলাইন ৩-০ করেন। আর ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে বড় জয় নিশ্চিত করেন অবামেয়াং।
অবশ্য বার্সার কাছে হারলেও লিগ টেবিলে শীর্ষে অবস্থান ধরে রেখেছে রিয়াল। এ নিয়ে মোট ২৯ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৬৬। ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া।
এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।