এল ক্লাসিকোতে বার্সার কোচ জাভির নতুন রেকর্ড
রোজালিয়ার জার্সি পড়ে মাঠে নামাটা শাপেবর হলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জন্য। গতকাল রোববার (১৯ মার্চ) দিনগত রাতে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগায় ২৭তম লিগ শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সা।
ক্যাম্প ন্যুতে সার্জিও রবার্তো ও ফ্র্যাঙ্ক কেসির গোলে মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে টেবিলে তাদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেল কাতালানরা। মাদ্রিদের একমাত্র গোলটি এসেছে বার্সার রোনাল্ড আরাউজোর আত্মঘাতী গোলে। এই জয়ে বার্সা ধরে রেখেছে শীর্ষস্থান। এমন জয়ের ম্যাচে বার্সার কোচ হিসেবে নতুন রেকর্ড গড়ল জাভি হার্নান্দেজ।
২০১১ সালের পর এই প্রথম বার্সেলোনার কোনো কোচ এক বছরে টানা তিনটি এল ক্লাসিকোতে জয়লাভ করল। ২০১১ সালে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন সাবেক বার্সা ও বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
চলতি বছর বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদের এটি টানা তৃতীয় হার। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর মার্চের শুরুতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে হার এবং সর্বশেষ আজ লিগ ম্যাচে হার। যদিও মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ।
এই জয়ের পর লিগে বার্সেলোনার পয়েন্ট এখন ২৬ ম্যাচে ৬৮। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৬। এতে মোটামুটি একপেশে হয়ে গেছে লিগ শিরোপার লড়াই।