এশিয়া কাপের ভারতীয় দলে চমক
বিরাট কোহলি ও কেএল রাহুল আসন্ন এশিয়া কাপের ভারতীয় ১৫ সদস্যের দলে ফিরেছেন। সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। কেএল রাহুল দীর্ঘ সময় পর কুঁচকির চোট নিয়ে ফিরে আসেন।
ক্রিকবাজের খবরে জানা গেছে, ভারতীয় নির্বাচক কমিটি শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসনের ও দীপক হুদাকে মিডল অর্ডারে বিকল্প হিসাবে ধরে রেখেছে। রবি বিষ্ণোইকে রিস্ট-স্পিনার হিসেবে দলে সুযোগ পেয়েছেন। জসপ্রিত বুমরাহ এবং হার্শাল প্যাটেল ইনজুরির কারণে বাদ পড়েছেন।
ইশান কিশানকে দলে নেওয়া হয়নি। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। বাঁ-হাতি হিসেবে শুধু ঋষভ পন্তকে দলে নেওয়া হয়।
রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, বিষ্ণোই ও জাদেজা এই চার স্পিনার দলে নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অক্ষর প্যাটেল ও দীপক চাহার স্ট্যান্ডবাই হিসেবে দলে সুযোগ পেয়েছেন।
আগামী ২৭ আগস্ট দুবাইয়ে এশিয়া কাপ শুরু হবে। ২৮ আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ভারত।
ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং, রবি বিষ্ণোই, আভেশ খান, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল ও শ্রেয়াস আইয়ার।