এশিয়া কাপ : দ্বিতীয় দিনেই ভারত-পাকিস্তান যুদ্ধ
আগামী ২৭ আগস্ট দুবাইয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। এরই মধ্যে আসরের সময়সূচী ঘোষণা করা হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান লড়াইয়ে নামবে ২৮ আগস্ট। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ এক টুইটে আসরের সূচি ঘোষণা করেছেন।
টুইটে তিনি লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। এশিয়ান আধিপত্যের লড়াই ২৭ আগস্ট শুরু হচ্ছে। ১১ সেপ্টেম্বর হবে আসরের ফাইনাল। এশিয়া কাপের ১৫তম আসরটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতি হিসেবে কাজ করবে।’
টুর্নামেন্ট মূলত শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। কিন্তু দেশটিতে অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়। ফাইনালসহ তেরোটি ম্যাচের মধ্যে দশটি দুবাইয়ে হবে। বাকি ম্যাচগুলো শারজাহতে হবে।
ভারত, পাকিস্তান কোয়ালিফায়ার গ্রুপ ‘এ’-তে খেলবে। গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। প্রতিটি গ্রুপের শীর্ষ-দুটি দল আরও একটি 'সুপার ৪' রাউন্ডে খেলবে, যার অর্থ এখানে হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় রাউন্ডে ভারত-পাকিস্তানের খেলা। ১১ সেপ্টেম্বর ফাইনাল হওয়ার কথা।