এশিয়া কাপে সাকিবদের নতুন কোচ দেখা যেতে পারে
বাংলাদেশ টি-টোয়েন্টি দল অনেক দিন ধরেই সাফল্য পাচ্ছে না। তাই সমালোচনা হচ্ছে কোচ-খেলোয়াড়, সবাইকে নিয়েই। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বলে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের জন্য আলাদা কোচ নিয়োগ দেওয়া হতে পারে।
বিসিবির এক সূত্রে জানা গেছে, জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্সকে টি-টোয়েন্টির দলের দায়িত্ব দেওয়া বিষয়ে আলোচনা হয়েছিল। এই অস্ট্রেলীয় কোচ নাকি জাতীয় দলের কোনো ফরম্যাটের প্রধান কোচের দায়িত্ব নিতে চাচ্ছেন না।
আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। তাই শোনা যাচ্ছে, এই আসরে রাসেল ডমিঙ্গোকে দায়িত্ব না দিয়ে নতুন কাউকে দেওয়া হতে পারে।
এখন আলোচনায় এসেছে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামের নাম। আগামী রোববার তিনি ঢাকায় আসছেন বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে। তিনি নাকি বাংলাদেশ দলের কোচিং স্টাফ হিসেবে যুক্ত হতে পারেন।
শ্রীরাম অস্ট্রেলিয়া প্রবাসী সাবেক ভারতীয় অলরাউন্ডার। ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৮টি ওয়ানডে খেলেছেন। তিনি অস্ট্রেলিয়া দলের স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের কোচ ছিলেন। এবার বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবে কি না, সেটাই এখন দেখার।