এশিয়া কাপ শ্রীলঙ্কায় হবে, দাবি এসএলসির
আগামী আগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ ক্রিকেট। দেশটিতে চরম অর্থনৈতিক সংকটের কারণে আসরটি সেখানে হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়।
অবশ্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা দাবি করেছেন শ্রীলঙ্কার মাটিতেই আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এর জন্য তারা প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে কঠিন সংকটের পড়েছে শ্রীলঙ্কা। ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও আকাশ-ছোঁয়া দাম, দীর্ঘ সময় ধরে লোডশেডিং সমস্যায় বিধ্বস্ত শ্রীলঙ্কা।
এদিকে এসিসি থেকে একটি আলটিমেটাম পাঠানো হয়েছে শ্রীলঙ্কাকে। ২৭ জুলাইয়ের মধ্যে জানিয়ে দিতে বলা হয়েছে তারা এশিয়া কাপ আয়োজন করতে পারবে কি না।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যমকে মোহন বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহায়তা (এসিসি) নিয়ে এশিয়া কাপ আয়োজনের ব্যাপার খুবই আশাবাদী আমরা। কেউ এটি নিয়ে ভিন্ন কিছু ভাবছে না। আসরটি অন্যত্রে সরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এটি চুড়ান্ত বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত তা মাঠে গড়াবে কি না, সেটাই এখন দেখার।