ঐতিহাসিক জয়ে ক্রিকেটারদের জন্য বিসিবির বোনাস ঘোষণা
ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটে-বলের দাপটে ইংল্যান্ডকে পাত্তাই দেয়নি সাকিব আল হাসানের দল। সিরিজ জয়ের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করায় ক্রিকেটারদের জন্য বোনাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতেছে বাংলাদেশ। টানা তিন জয়ে বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এটাই যে কোনো ফরম্যাটে বাংলাদেশের সিরিজ জয়ের রেকর্ড।
এমন বিশেষ জয়ের পর ক্রিকেটারদের সুখবর দিয়েছে বিসিবি। জয়ের পর সাংবাদিকদের সামনে ক্রিকেটারদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। তবে বোনাসের অংকটা ঠিক কত সেটা স্পষ্ট করেননি বোর্ড প্রধান।
নাজমুল হাসান বলেছেন, ‘আসলে যে কোনো দলের সাথে প্রথমবার কিছু করলে আমরা বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার জেতায় তাই ওরা এটা পাবে। ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন, তাঁর ওপর হোয়াইটওয়াশ। তাই ওরা (ক্রিকেটাররা) একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে এটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, কাল পরশুর মধ্যে জেনে যাবেন।’
রূপকথার জন্ম হয়েছিল একদিন আগেই। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার সিরিজ জয়ের কীর্তি গড়েছিল বাংলাদেশ। টানা দুইয়ে জয়ে বাংলার আকাশে ডানা মেলেছিল ইংলিশদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন। তাসকিন-মিরাজরা মিলে পূরণ করলেন সেই স্বপ্ন। হোম অফ ক্রিকেটে ইংলিশদের বাংলাওয়াশের লজ্জায় ডুবাল সাকিব আল হাসানের দল।
মিরপুর শেরেবাংলায় আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে স্কোরবোর্ডে ১৫৮ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ইংল্যান্ড করেছে ১৪২ রান।