ওয়ানডে ফরম্যাট তামিমের কাছে খুবই গুরুত্বপূর্ণ
এখন সময় টি-টোয়েন্টি ক্রিকেটের। তাই ওয়ানডের কার্যকারিতা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, এখনও ওয়ানডে ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ।
হারারেতে সাংবাদিকদের এ ব্যাপারে তামিম বলেন, ‘আমি মনে করি ওয়ানডে খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাট। শুধু আমি নই, আইসিসিও বলেছে। সবাই এই ফরম্যাটে ম্যাচ দেখতে পছন্দ করে। আপনি যদি আইসিসির বড় টুর্নামেন্টগুলো দেখেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ওডিআই বিশ্বকাপের মতো বড় নয়। ক্রিকেটে এটা খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাট।’
বাংলাদেশ বর্তমানে ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট নিয়ে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের খুবই কাছাকাছি তারা।
অবশ্য বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ নয়।
তিন ম্যাচের সিরিজের আগে, টি-টোয়েন্টি সিরিজের বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তামিম জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছেন না।
এ সম্পর্কে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘যদি আমরা দুই দলের শক্তি বিবেচনা করি, আমরা এগিয়ে আছি। কিন্তু ক্রিকেটে যে দলটি নির্দিষ্ট দিনে পারফর্ম করবে, তারাই ম্যাচ জিতেছে। জিম্বাবুয়ে আমাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতেছে কারণ তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। এখানেও একই রকম আছে এবং আমরা যদি তাদের হারাতে চাই তবে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। তাদের নিজেদের কন্ডিশনে তারা খুবই বিপজ্জনক দিক।’
জিম্বাবুয়েতে আসার আগে তামিমের দলে পাঁচটি সিরিজ জিতেছে। অধিনায়ক হিসেবে তামিমের জয়ের ধারা গত বছর শুরু হয়েছিল, শ্রীলঙ্কাকে তাদের নিজেদের মাঠে পরাজিত করে। এরপর গত এক বছর ঘরের মাঠে আফগানিস্তান, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাফল্য পেয়েছে। এবার কেমন করে সেটাই এখন দেখার।