ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের অপেক্ষায় বার্সেলোনা
ন্যু ক্যাম্পে প্রথম লেগ শেষ হয় সমতায়। তাই দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে বেশ কঠিন পরীক্ষা দিতে হবে বার্সেলোনাকে। ওল্ড ট্র্যাফোর্ডে সেই পরীক্ষার জন্য প্রস্তুত কাতালানরা। জয় দিয়েই ফিরতি লেগ রাঙাতে চায় জাভি এরনান্দেসের শিষ্যরা।
ইউরোপা লিগে আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবারাত ২টায় মুখোমুখি হবে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে ম্যাচটিতে আক্রমণাত্মক খেলা উপহার দিতে মুখিয়ে আছে বার্সা।
এর আগে নক আউট রাউন্ডের প্লে-অফের প্রথম লেগে বার্সার মাঠে ২-২ গোলে ড্র হয়েছে। তাই টিকে থাকতে আজকের ম্যাচটিই সমান গুরুত্বপূর্ণ দুদলের জন্য।
মূল লড়াইয়ের আগে দ্য টাইসকে বার্সা কোচ জাভি বলেছেন, ‘বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোর একটি ওল্ড ট্র্যাফোর্ড। সেখানে ফেরা এবং ইউনাইটেডের মতো বড় দলগুলোর একটির বিপক্ষে খেলা আমার জন্য খুবই আনন্দের বিষয়। আমরা একটি সাহসী দল, যারা আক্রমণ করতে এবং সবসময় জিততে পছন্দ করি। এই ম্যাচটিও তার ব্যতিক্রম হবে না। ম্যাচটি চ্যাম্পিয়নস লিগের বড় একটি ম্যাচের মতোই।’
জাভি আরও বলেছেন, ‘সমর্থকদের জন্যও ব্যাপকভাবে আকর্ষণীয় একটি ম্যাচ। খেলোয়াড়দের জন্য এমন একটি ম্যাচ যা সবাই তাদের জীবনে অন্তত একবার হলেও খেলতে চায়।’