ওল্ড ট্র্যাফোর্ডে রোনালদোর ইতিহাস
ক্রিস্টিয়ানো রোনালদোর ধার আগের মতো নেই; বয়স বেড়ে গেছে পর্তুগিজ এ তারকার কিংবা ফর্ম আর আগের মতো ফিরবে না। বেশ কিছু দিন ধরে রোনালদোকে নিয়ে এসব কথাই ভাসছিল। গুঞ্জন চলছিল—ক্লাব তাঁকে ছেড়ে দেবে কি না। সব সমালোচনার জবাব যেন একসঙ্গে দিলেন ‘সিআরসেভেন’। আরেকবার জ্বলে উঠে রোনালদো বুঝিয়ে দিলেন তাঁর সৌরভ এখনও ফুরিয়ে যায়নি। বয়সের সংখ্যাটিকে তুড়ি মেরে কাল ওল্ড ট্র্যাফোর্ড হ্যাটট্রিক দিয়ে রাঙালেন পাঁচ বারের বর্ষসেরা এ ফুটবলার।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যাম হটস্পারকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানইউ। দলের জয়ের ম্যাচের তিনটি গোলই করেছেন সিআর সেভেন।
হ্যাটট্রিক গড়ার সময় ইতিহাসও গড়লেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। তাঁর রেকর্ডময় দিনে ম্যাচ জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল রালফ রাংনিকের দল।
গতকালের ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার পথেই ইতিহাস গড়েন রোনালদো। ওই গোল করার মাধ্যমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রোনালদোর গোল সংখ্যা হয় ৮০৬টি, যা ফুটবল ইতিহাসে ক্যারিয়ার গোলের হিসাবে সবচেয়ে বেশি। অবশ্য আগেই এগিয়ে গিয়েছিলেন রোনালদো। কিন্তু, ক্লাব ও জাতীয় দল মিলে কিছুটা বিতর্ক ছিল। এবার কোনো বিতর্ককে আর জায়গা দিলেন না রোনালদো। সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি।
আনঅফিসিয়াল পরিসংখ্যানবিদদের সংগঠন ‘আরএসএসএসএফ’-এর হিসাব অনুযায়ী, অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেফ বিকানের গোল ৮০৫টি। কাল রোনালদো ম্যানইউর জার্সিতে দ্বিতীয় গোলটি করে সেটা ছাড়িয়ে যান।
সাঁইত্রিশ বা এর বেশি বয়সি তৃতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে এক ম্যাচে একাধিক গোল করলেন রোনালদো। আগের দুজন করেছিলেন। তাঁদের একজন টেডি শেরিংহাম (একবার), অন্যজন গ্রাহাম আলেকজান্ডার (দুবার)।
রেকর্ডের পর হ্যাটট্রিক করা গোলটির মাধ্যমে এ সংখ্যাটি আরও ছাড়িয়ে গেলেন রোনালদো। কাল ম্যাচের ৮১তম মিনিটে কর্নারে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন পাঁচ বারের বর্ষসেরা এ ফুটবলার। এতে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর হ্যাটট্রিক হলো এখন ৫৯টি। সেইসঙ্গে ক্যারিয়ারে মোট গোল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৭টি। রোনালদোর চেয়ে বেশি গোল এখন আর কোনো ফুটবলারের নেই।