ওশাদির ঘূর্ণিতে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা
প্রথম ওয়ানডেতে কিছুটা খেলা হলেও দ্বিতীয় ওয়ানডেতে একটি বলও মাঠে গড়ায়নি। আগের দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দুই দলের সমঝোতার ভিত্তিতে পুনরায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে হতাশার হার উপহার দিয়েছে নিগার সুলতানার দল।
আজ বৃহস্পতিবার (৪ মে) কলম্বোর পি সারা ওভালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৩০ ওভারে শ্রীলঙ্কা নারী দল ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৬ রান তোলে। জবাবে ওশাদি রানাসিঙ্গের ঘূর্ণিতে ১২৮ রানে থামে বাংলাদেশের নারীরা। ৫৮ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে শামিমা সুলতানার উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৭ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর দলীয় ৩৫ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারিয়ে বিপদ বাড়ায় বাংলাদেশ। দ্রুত তিন উইকেট হারালেও চতুর্থ উইকেটে হাল ধরেন নিগার সুলতানা ও ফারজানা হক।
এই দুই ব্যাটার মিলে ৬১ রানের জুটি গড়েন। নিগার ৫১ বলে ৩৭ রান করে ফিরলে এই জুটি ভাঙে। পরে ফারজানা আউট হন ২৪ রান করে। এরপর আর কোনো ব্যাটার পারেননি দুই অঙ্কের কোটায় পৌঁছাতে। যার ফলে ১২৮ রান করেই থামতে হয় বাংলাদেশকে। শ্রীলঙ্কার হয়ে স্পিনার ওশাদি ৩৪ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন উদেশিকা প্রবোধানি, সুগান্দিকা কুমারি, ইনোকা রানাভিরা ও চামারি আতাপাত্তু।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে শ্রীলঙ্কা। আতাপাত্তু ও ভিস্মি গুনারত্ন ৫০ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ইঙ্গিত দেন। তবে গুনারত্নকে ফিরিয়ে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙেন রিতু মনি। এরপর হার্শিতা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে ফের দারুণ জুটি গড়েন আতাপাত্তু। এই জুটিতে আসে ৫১ রান। এরপর হার্শিতা সামারাবিক্রমার ৪৮ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৮৬ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। আতাপাত্তু করেন ৬০ বলে ৬৪ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন জাহানারা আলম, সুলতানা খাতুন, নাহিদা আকতার, রিতু মনি ও ফাহিমা খাতুন। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী রোববার (৭ মে)।