ওসাসুনার মাঠেও পারল না বার্সেলোনা
ম্যাচের আগের দিনই বার্সেলোনাকে নতুনভাবে শুরু করার আভাস দিয়েছিলেন কোচ জাভি এরনান্দেস। শিষ্যদের মানসিকতা পরিবর্তন এনে মাঠে নামার আহ্বান জানান স্প্যানিশ কোচ। কিন্তু, তাতেও বদলালো না ফল। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না বার্সেলোনা। ওসাসুনার মাঠেও পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়ল জাভির দল।
প্রতিপক্ষের মাঠে গতকাল রোববার লা লিগার ম্যাচে ওসাসুনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। সব মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল কাতালান দলটি। কাতালানদের হয়ে জালের দেখা পেয়েছেন নিকো গনসালেস ও এজ আবদ।
এদিন প্রতিপক্ষের মাঠে ৬২ শতাংশ সময় বল দখলে রাখে। এ সময়ে গোলের জন্য শট নেয় ১০টি। এর মধ্যে দুটি শট লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে, আট শট নিয়ে সমান দুটি লক্ষ্যে রাখে ওসাসুনা।
কিন্তু, ম্যাচের শুরুটা দারুণ করে বার্সা। এগিয়ে যায় ১২তম মিনিটেই। ১৯ বছর বয়সি স্প্যানিশ মিডফিল্ডার গনজালেসের গোলে স্কোরলাইন ১-০ করে বার্সা। কিন্তু, এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিট পরেই দাভিদ গার্সিয়ার গোলে সমতায় ফেরে ওসাসুনা।
এরপর দ্বিতীয়ার্ধে ফের এগিয়ে যায় বার্সা। কিন্তু, সে ব্যবধানও ধরে রাখতে পারেনি কাতালানরা। ফের গোল করে পয়েন্ট তুলে নেয় স্বাগতিকেরা।
চলতি লিগে মোট ১৬ ম্যাচে ছয়টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ২২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ওসাসুনা। ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রিয়াল মাদ্রিদ। তাদের পরেই আছে সেভিয়া ও অ্যাথলেটিকো মাদ্রিদ।