ওয়ানডেতে ব্যাটিং বিপ্লব সময়ের দাবি : তামিম
বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, যে কোনো ফরম্যাটে ভালো করতে হলে বাংলাদেশের ব্যাটিং পদ্ধতি পরিবর্তন করতে হবে। নিয়মিত ৩৫০ রান করার দিকে মনোযোগ দিতে হবে। তামিমের দল প্রথম দুটি ম্যাচে ৩০৩ রান এবং ২৯০ রান করে। তারপরও এটি যথেষ্ট ছিল না, জিম্বাবুয়ে সেই দুই ম্যাচ জিতেছিল।
শেষ ম্যাচে বাংলাদেশ মাত্র ২৫৯ রান করে। কিন্তু জিম্বাবুয়েকে ৩২.২ ওভারে ১৫১ রানে অলআউট করে ক্লিন-সুইপ এড়ায়। এই ফরম্যাটে ৪০০ ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৪ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ সালে ট্রেন্ট ব্রাইডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিল তারা। অনেক দল এখন নিয়মিত ৩৫০ রান করছে।
আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সাফল্য পেতে হলে পরিবর্তন অপরিহার্য বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তামিম সাংবাদিকদের বলেন, ‘এটা আমাদের দলের লক্ষ্যগুলোর মধ্যে একটি, আমাদের ৩৫০ রান করতে হবে। আমরা এমন কোনো দিন ৩৫০ বা ৪০০ করতে চাই যা আমরা আগে কখনো করিনি। আমি বলছি না আমরা পরের ম্যাচে ৩৫০ স্কোর করতে চাই। তবে এটি আমাদের লক্ষ্য, কারণ আমি যদি এগিয়ে যাওয়ার চিন্তা করি, বিশ্বকাপের কথা ভাবি, ৩০০ এর বেশ রান করতে হবে। ভারতে আপনি ২৬০ থেকে ২৭০ স্কোর করলে জেতা সম্ভব নয়।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘যখনই আমরা হেরে যাই, আমরা উন্নতির কথা বলি। কোনো সন্দেহ নেই যে আমাদের এই সিরিজ জেতা উচিত ছিল এবং আমরা কোনো অজুহাত দিতে পারি না। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। জিম্বাবুয়ে খুবই ভালো দল, এতে কোনো সন্দেহ নেই। পুরো কৃতিত্ব জিম্বাবুয়েকে দিতে হবে। তবে উন্নতির কথা বলা এখন একটি বিরক্তিকর বিষয় হয়ে উঠেছে, কারণ আমরা বলতে থাকি যে আমাদের এটি করতে হবে এবং কিন্তু আমরা তা পারি না।’
তারপরও বাংলাদেশ দলকে যথেষ্ট ভালো বলেছেন তামিম, ‘আমাদের এই দলটি দুর্দান্ত। তবে সাফল্যের গ্রাফটি ওপরের দিকে নেই। আমাদের জন্য এটি দুর্দান্ত শিক্ষা ছিল, কারণ আমি সবসময় বলি র্যাঙ্কিং কোনো ব্যাপার নয়। যেই দল ভালো খেলে সে দল জিতবে। এই সিরিজে জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো দল ছিল।’
‘আমরা যদি ভারত ও অস্ট্রেলিয়ার মতো শীর্ষস্থানীয় কোনো দলের কাছে হেরে যেতাম তাহলে এত প্রশ্ন থাকত না। কোহলি বা স্টিভ স্মিথ যদি এভাবে খেলতেন তাহলে আমরা মেনে নিতাম, তারা শীর্ষ খেলোয়াড়।’
নিজদের উন্নতি প্রসঙ্গ বলেন, ‘শুরুতে দুটি ম্যাচে সিকান্দার রাজা ও চাকাবা যেভাবে ব্যাট করেছে, তা প্রমাণ করে ওয়ানডে ক্রিকেটে আমাদের উন্নতি করার অনেক কিছু আছে।’