ওয়ার্নকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গাভাস্কারের দুঃখপ্রকাশ
অসি কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যুর পরই পরই তাঁর শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতীয় ব্যাটিং গ্রেট সুনিল গাভাস্কার। তাঁর মতে, শেন ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার নন। এমন মন্তব্য করে রীতিমতো সমালোচনার মুখে পড়েন ভারতীয় কিংবদন্তি। তোপের মুখে পড়ে অবশেষে দুঃখপ্রকাশ করলেন গাভাস্কার। জানালেন, এই মুহূর্তে এমন মন্তব্য করা ঠিক হয়নি তাঁর।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, ‘আমি মোটেই ওয়ার্নকে সর্বকালের সেরা বলব না। ভারতীয় স্পিনাররা ও মুরলিধরন এগিয়ে থাকবে এই ক্ষেত্রে। কারণ ওয়ার্নের রেকর্ডের দিকে তাকানো হোক। একদমই সাদামাটা। ভারতে একবারই সে পাঁচ উইকেট পেয়েছিল, নাগপুরে। তাও জাহির খান বেপরোয়া ব্যাট করেছিল বলে পাঁচ উইকেট শিকার করতে পেরেছিল।’
গাভাস্কারের এমন মন্তব্য শুনে রেগেছেন ওয়ার্ন ভক্তরা। সামাজিক যোগাযোগমাদ্যমে সুনিলকে নিয়ে সমালোচনা করেছেন নেটিজেনরা।
সমালোচনার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজের ভুল মেনে নিলেন গাভাস্কার। তিনি বলেন, ‘গত সপ্তাহ ক্রিকেটের জন্য খুব বেদনাদায়ক ছিল, আমরা খেলার সবচেয়ে আইকনিক দুই ক্রিকেটারকে হারিয়েছি - রড মার্শ এবং শেন ওয়ার্ন। একজন উপস্থাপক আমার কাছে জানতে চেয়েছিল যে ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার কি না, এরপর আমি আমার সৎ ব্যক্তিগত মতামত দিয়েছিলাম। শেষ পর্যন্ত এটাই বলতে পারি যে, সেই সময় এই প্রশ্নটা করা উচিত ছিল না বা আমার উত্তর দেওয়াটাও উচিত হয়নি। কারণ সেই মুহূর্তটা কোনো তুলনা বা সমালোচনা করার মতো ছিল না। খেলার মান বৃদ্ধি করা ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন ওয়ার্ন। রড মার্শ সেই উইকেটরক্ষকের মধ্যে একজন যাকে এই খেলা সেরার মর্যাদা দিয়েছে। তার আত্মার শান্তি কামনা করি।’